দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে বেড়েছে শীতের তীব্রতাও। এদিকে বৃষ্টির কারণে আলু ও সরিষাসহ কয়েকটি রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
বগুড়া
বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে আলু ও সরিষার ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বগুড়ার কৃষকদের মধ্যে। বৃষ্টির কারণে আলুতে পচন ধরবে। সরিষার উৎপাদনও কমে যাবে। আলু ও সরিষাতে যে পরিমান খরচ হয়েছে তাতে লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন কৃষকরা। দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় বোরো ধান সাধারণত হয় না। এ জন্য আলু ও সরিষা আবাদে বেশি গুরুত্ব দিতে হয়। এখানে জমিতে কাজ করার লোকও পাওয়া যায় না। এ জন্য আবাদে খরচও বেশি হয়। তার ওপর বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন কমে আসবে।” জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুহা. মশিদুল হক বলেন, “এই বৃষ্টিপাত আলু ও সরিষার জন্য ক্ষতিকর। এসব ফসল সংগ্রহে অন্তত ১৫ দিন দেরি হবে।”
নীলফামারী
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বৃষ্টিতে আলু ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে। ভুট্টাগাছ লুটিয়ে পড়েছে এবং আলুগুলো বীজ হিসেবে সংরক্ষণ যাবে না।”
ময়মনসিংহ
বৃষ্টির কারণে আলুসহ শীতের বিভিন্ন সবজি শঙ্কায় পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিচু ফসলি জমিতে পানি জমেছে। এতে চিন্তায় পড়েছে চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব আহমেদ বলেন, “ময়মনসিংহে ভারী বৃষ্টি হয়নি। তারপরও যেসব জমি এখনও স্যাঁতস্যাঁতে, সেসব জমিতে আলুর গোড়াপচা রোগের আক্রমণ দেখা দিতে পারে।”
জয়পুরহাট
বৃষ্টিতে পানি জমে আলু ক্ষেতে কাদা হয়েছে। বৃষ্টির কারণে ৫০ শতাংশ আলু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পচে যাওয়া এড়াতে তড়িঘড়ি করে ক্ষেত থেকে আলু তুলেছেন কৃষকরা। তবে হিমাগার না পাওয়ায় সেগুলো সংরক্ষণও করতে পারছেন না তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম বলেন,“এই জেলায় আলুর ফলন ভালো হয়েছে। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমেছে। এতে আলু পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”
ঠাকুরগাঁও
বৃহস্পতিবার রাতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল দমকা বাতাস। বৃষ্টিতে গম, সরিষা, ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। আলুক্ষেতে জমে গেছে বৃষ্টির পানি। ফসলি মাঠে কাজ করতে দেখা যায়নি কোনো শ্রমিককে। টানা বৃষ্টিতে রবিশস্যের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু হোসেন।